skip to content
Monday, July 1, 2024

skip to content
Homeআন্তর্জাতিকCorona: ভ্যাকসিনই কার্যকর, আপাতত বুস্টার ডোজের প্রয়োজন নেই, বলছে ল্যানসেটের রিভিউ

Corona: ভ্যাকসিনই কার্যকর, আপাতত বুস্টার ডোজের প্রয়োজন নেই, বলছে ল্যানসেটের রিভিউ

Follow Us :

নয়াদিল্লি: ভ্যাকসিনের (Vaccine) একটি বা দুটি ডোজ নেওয়ার পরেও করোনা (Corona) আক্রান্ত হওয়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে আসছে। অনেক ক্ষেত্রে আক্রান্তের মৃত্যুও ঘটছে। টিকা নেওয়ার পরও শরীরে অ্যান্টিবডি তৈরি না হওয়ায় এমন ঘটনা ঘটছে, মত বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে বুস্টার ডোজ নেওয়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তাও শুরু করেছে অনেক দেশ।

তবে ভ্যাকসিনের কার্যকারিতা বিশ্লেষণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) সহ বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক গোষ্ঠী বুস্টার ডোজ নিয়ে ভিন্ন মতামত জানিয়েছেন। ওই প্যানেলের মতে, অতিমারির এই পর্যায়ে সাধারণ নাগরিকদের জন্য কোভিড ভ্যাকসিন বুস্টারের প্রয়োজন নেই। বিশেষজ্ঞদের পরামর্শ রিপোর্ট আকার সোমবার প্রকাশ করেছে দ্য ল্যানসেট জার্নাল।

আরও পড়ুন: করোনায় মৃতের অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির অভিযোগ, ফের ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট

বিভিন্ন রকম ক্লিনিক্যাল ট্রায়ালের উপর সমীক্ষা চালানো ছাড়াও পর্যবেক্ষণমূলক গবেষণা পর্যালোচনা করে এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে। গবেষণায় উঠে এসেছে, SARS-CoV-2 এর প্রধান ভ্যারিয়েন্ট থেকে সৃষ্ট সংক্রমণ সহ গুরুতর কোভিড রোগের বিরুদ্ধেও ভ্যাকসিন অত্যন্ত কার্যকর। এমনকি ডেল্টা-আলফা সহ কয়েকটি মারাত্মক ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও ভ্যাকসিনের ৮০ থেকে ৯৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে।

রিপোর্টে মূল লেখক তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী ডা. আনা-মারিয়া হেনাও রেস্ত্রেপো উল্লেখ করেছেন,  বুস্টার ডোজে কিছু সাহায্য মিলতে পারে। তবে যারা এখনও ভ্যাকসিন নেননি তাঁদের ক্ষেত্রে এতে তেমন কিছু প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে না। অতিমারির এই পর্যায়ে বুস্টার ডোজের প্রয়োজন নেই।

আরও পড়ুন: জলপাইগুড়িতে জ্বরে আক্রান্ত শতাধিক শিশু, একজনের দেহে করোনা সংক্রমণ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখ্য বিজ্ঞানী তথা এই রিপোর্টের সহ-লেখক ডাঃ সৌম্যা স্বামীনাথন লিখেছেন, টিকা দিয়ে মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিতে গেলে আন্তর্জাতিক বৈজ্ঞানিক আলোচনা দরকার। যে টিকাগুলি এখন পাওয়া যাচ্ছে সেগুলি নিরাপদ, কার্যকরী এবং প্রাণদায়ী বলে জানিয়েছেন তিনি।

RELATED ARTICLES

Most Popular